ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2022 বিজ্ঞপ্তি | India Post GDS Recruitment 2022 Notification

ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2022 বিজ্ঞপ্তি : ভারতীয় পোস্টাল সার্কেল গ্রামীণ ডাক সেবক মোট ৩৮৯২৬টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মহিলা ও পুরুষ উভয় চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত প্রার্থীরা শূন্যপদের বিশদ বিবরণ জানতে আগ্রহী এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন।

ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2022 বিজ্ঞপ্তি
নিয়োগকারী সংস্থা India Post GDS
পদের নাম Gramin Dak Sebak
শূন্যপদ 34926 টি
আবেদন মাধ্যম Online
আবেদন শুরু তারিখ 02th May 2022
আবেদনের শেষ তারিখ 05th June 2022
ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2022 বিজ্ঞপ্তি

পদের নাম : গ্রামীণ ডাক সেবক
শূন্য পদ : ৩৮৯২৬ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক পাশ হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার এর দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন কাঠামো : প্রায় প্রতি মাসে ১০,০০০-১২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন ফি : জেনারেল প্রার্থীদের জন্য ১০০/- টাকা লাগবে এবং মহিলা ও অন্যান্য প্রার্থীদের কোনো টাকা লাগবে না।
আবেদন করার পদ্ধতি : আগ্রহী চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীকে কতৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ সাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৫ জুন পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ: 
  • আবেদন শুরু তারিখ: ০২ মে ,২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ০৫ জুন,২০২২
ALSO READ :   LVD পদে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, তাড়াতাড়ি আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক : 

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top