রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা

রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগ

রাজ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- Guwahati- GR/P/Rectt./23; Barauni- BR/HR/RECTT/OR/2021-23; Gujarat- JR/Rect/02/2023; Haldia- PH/R/02/2023;
MR/HR/RECT/JEA(AI)/2022-23;PanipatRefinery&PetrochemicalComplex(PRPC)-PR/P/46(2021-22);Digboi-DR/R2/2023;
Bongaigaon- BGR/02/2023; Paradip- PDR/HR/02/Rectt-23

পদের নাম- Junior Engineering Assistant (Production)
Post Code- 201
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemical/ Refinery & Petrochemical Engineering -এ Diploma করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

join Telegram

পদের নাম- Junior Engineering Assistant (P&U)
Post Code- 202
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ/ ITI পাশ সহ Mechanical/ Electrical Engineering -এ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ

পদের নাম- Junior Engineering Assistant (Electrical)/ Technical Assistant (Mechanical)/ Instrumentation)
Post Code- 203/ 204/ 205
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Instrumentation/ Electrical Engineering -এ তিন বছরের Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।

ALSO READ :   স্বস্তিতে ডি.এল.এড পড়ুয়ারা! নিয়ম মেনে ক্লাস করলে বসতে পারবেন পরীক্ষায়

পদের নাম- Junior Quality Control Analyst
Post Code- 206
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics, Chemistry/ Industrial Chemistry & Mathematics নিয়ে B.Sc করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা থেকে ১,০৫,০০০/- টাকা।

এছাড়াও আরও অন্যান্য কয়েকটি পদ রয়েছে যেমন- Junior Engineering Assistant (Fire/ Safety)/ Junior Material Assistant/ Junior Nursing Assistant

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১৫০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ১ মার্চ, ২০২৩ থেকে ২০ মার্চ, ২০২৩

ALSO READ :   কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনর সঠিক পদ্ধতি

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Written Test/ Skill/ Proficiency/ Physical Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের হলদিয়া, অসাম, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, হরিয়ানা, ওড়িশা।

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top