JEE Main Result 2023: জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ! ২০ জন পরীক্ষার্থী পেলেন একশো শতাংশ নম্বর!





JEE Main Result 2023

সম্প্রতি সম্পন্ন হয়েছে জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। জানুয়ারির ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত চলেছিল পরীক্ষাটি। সারা দেশের ২৯০টি শহর সহ দেশের বাইরে ১৮ টি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষা। সম্প্রতি জেইই মেন পরীক্ষার পেপার ১ বিই ও বিটেক এর ফলাফল প্রকাশ করেছে এনটিএ। এছাড়া জানানো হয়েছে, জেইই মেন সেশন ১ পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থী একশো শতাংশ নম্বর পেয়েছেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির জেইই মেন পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছর বহু সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।সূত্রের খবর, চলতি বছরের জেইই মেন সেশন ১ এর পরীক্ষায় মোট ৮.৬ লক্ষ পরীক্ষার্থী তাঁদের নাম রেজিস্টার করেছিলেন। তার মধ্যে ৮.২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিভিন্ন পেপারের এই পরীক্ষা নিয়েছিল এনটিএ। যার মধ্যে জেইই মেন এর পেপার ১ (B.E./B.Tech) পরীক্ষায় প্রার্থী উপস্থিতি ছিল প্রায় ৯৫.৮০ শতাংশ। সম্প্রতি এনটিএর তরফে সেশন ১ এর শীর্ষস্থানীয় একশো শতাংশ নম্বর পাওয়া ছাত্রদের নামের তালিকা প্রকাশ করেছে সংস্থা। সংশ্লিষ্ট তালিকাটি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে নার্স নিয়োগ, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত

চাকরির খবরঃ রাজ্যে কলকাতা পৌরসভায় বিরাট নিয়োগ

FB Join

প্রসঙ্গত, জেইই মেন সেশন ১ পরীক্ষার পেপার ১ এর ফলাফল চেক করার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ যেতে হবে। তারপর সেখানে রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে লগ ইন করলে স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রয়োজনে এই ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে জেইই মেন এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top