ফের জেলায় জেলায় Volunteers নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সপ্তম শ্রেণী পাশে আবেদন করুন

WB Govt Volunteers Job Reqruitment 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারো দারুন সুখবর। রাজ্যের জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এর আগেও বেশ কয়েক জেলায় এই একই ধরনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ইতিমধ্যে রাজ্যের নতুন জেলায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ‘Volunteers’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের উক্ত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নূন্যতম সপ্তম শ্রেণী পাশ যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবে। আরও বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।

WB Govt Volunteers Job Reqruitment 2022

শূন্যপদের নামঃ ‘আপদ মিত্র’ প্রকল্পে Volunteers নিয়োগ।
 শিক্ষাগত যোগ্যতাঃ যে সমস্ত চাকরিপ্রার্থী Volunteers পদে আবেদন করতে ইচ্ছুক, সে সমস্ত চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অর্থাৎ শুধুমাত্র সপ্তম শ্রেণি পাশ করতে হবে। যদি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে। 
 বয়সসীমাঃ যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত চাকরি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে। 
কিভাবে আবেদন করবেনঃ যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই Volunteers পদে আবেদন করতে ইচ্ছুক, সেই সমস্ত চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে সেখান থেকে ডাউনলোড করে ফর্মটি পরিস্কার ভাবে পূরণ করে জমা করতে হবে। অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়েও নিজে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেনঃ 
1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট 
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস ( মার্কশিট ও সার্টিফিকেট)
3. আধার/ ভোটার কার্ড / প্যান কার্ড 
4. অভিজ্ঞতা (যদি থাকে) 
5. এক্স সার্ভিসম্যান (হলে তার ডকুমেন্টস) 
6. পাসপোর্ট সাইজের রিসেন্ট রঙিন ছবি
7. এছাড়াও অন্যান্য
আপদ মিত্র প্রকল্পের উদ্দেশ্য Volunteers নিয়োগের উদ্দেশ্য কীঃ
 এই স্কিমের উদ্দেশ্য হল সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের মৌলিক দক্ষতাগুলি প্রদান করা, যারা করবে৷
দুর্যোগের সময় এবং পরে তাদের সম্প্রদায়ের তাত্ক্ষণিক প্রয়োজনে সাড়া দেয়।
নির্বাচন প্রক্রিয়াঃ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ করা হয়নি তবে অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার পর জানাতে পারে অথবা অফিসিয়াল নোটিশ জারি করে জানাতে পারে। 
আবেদন জমা করার ঠিকানাঃ যারা এই চাকরির জন্য আবেদন ফর্ম জমা করতে চান তাদের যে SDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই SDO অফিসে গিয়ে সরাসরি বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে জমা করতে হবে। 
অফলাইনে আবেদন গ্রহন শুরু তারিখঃ 17/06/2022 তারিখ
আবেদন করার শেষ তারিখঃ 08/07/2022 তারিখ পর্যন্ত। 
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদনপত্র ডাউনলোড Download (link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল Join Now(link)
ALSO READ :   রাজ্যে প্রচুর শূন্যপদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top