Madhyamik Admit Card: শুরু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ! অ্যাডমিটে ভুল থাকলে কিভাবে সংশোধন?





Madhyamik Admit Card

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। পরীক্ষা শুরুর কিছুদিন আগেই অ্যাডমিট কার্ড বিতরণ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ। সেইমতো এদিন ১৫ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাঁদের বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

গত ৭ই ফেব্রুয়ারি মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ জানায়। সে অনুযায়ী গত ১৩ই ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন বিদ্যালয়ের প্রধান অথবা তাঁদের প্রতিনিধিরা। এরপর ১৫ই ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় মারফত অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট পাওয়ার পর যাবতীয় তথ্যাবলী সঠিকভাবে মিলিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে কোনোও ভুল পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জানানো যাবে।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

FB Join

ALSO READ :   HS| উচ্চমাধ্যমিকের ষষ্ঠ বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা!

আর কিছু দিনের মধ্যে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। সারা রাজ্যের প্রায় ২৮৬৪টি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে মাধ্যমিক। পরীক্ষায় নজরদারির দায়িত্বে থাকবেন ৪০ হাজার পরীক্ষক। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে বহু নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সিসিটিভি ক্যামেরা, অ্যাপের মাধ্যমে নজরদারি, কড়া পুলিশি পাহারার অবস্থান ও পরীক্ষা চলাকালীন অশান্তি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পথে পর্ষদ। অতএব বোঝাই যাচ্ছে, একপ্রকার কড়া নিরাপত্তার বন্ধনীতে মাধ্যমিক পরীক্ষার পরিচালনায় উদ্যোগী রাজ্য।








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top