মাধ্যমিক রেজাল্ট 2023 (Date and Time) | Madhyamik Result 2023 publish date

মাধ্যমিক রেজাল্ট 2023

মাধ্যমিক রেজাল্ট 2023: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে। “মাধ্যমিক রেজাল্ট 2023” কবে প্রকাশিত হবে তা নিয়ে পরীক্ষার্থী তথা অভিভাবকদের মধ্যে চিন্তা থাকে। এবার আর কোনো চিন্তা নেই। আগে থেকেই মাধ্যমিক রেজাল্ট প্রকাশের কথা জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

মাধ্যমিক রেজাল্ট 2023

মাধ্যমিক রেজাল্ট 2023
পরীক্ষার নাম মাধ্যমিক ২০২৩
বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরু 23 ফেব্রুয়ারি, 2023
পরীক্ষা শেষ 4 মার্চ, 2023
মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ May, 2023

ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১ মার্চ, ২০২৩ তারিখ। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ছাত্র- ছাত্রীদের মধ্যে মাধ্যমিকজ রেজাল্ট প্রকাশ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। কবে মাধ্যমিক রেজাল্ট বেরোবে তা নিয়ে ছাত্র- ছাত্রীদের বাবা মাও ভাবনা চিন্তা শুরু করেছেন। আর তার মাঝেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক রেজাল্ট ২০২৩ প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো।

2023 মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে?

পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী আগামী মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে। তবে ঠিক কত তারিখ মাধ্যমিক রেজাল্ট বেরোবে তা এখনও জানানো হয়নি পর্ষদের তরফ থেকে। মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ জানা গেলে এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।

মাধ্যমিক রেজাল্ট 2023
Check Madhyamik Result 2023

মাধ্যমিক রেজাল্ট 2023 কীভাবে দেখবেন?

Step- 1: মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য Google -এ গিয়ে সার্চ করতে হবে wbbse.wb.gov.in (ওয়েবসাইট টি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট)

Step- 2: “Madhyamik Result 2023” অংশে ক্লিক করতে হবে।

Step- 3: “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।

Step- 4: স্টেপ- 2 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।

এইভাবে খুব সহজে মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন। খুব সহজে মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য সবার সাথে এই পোস্টটি শেয়ার করে রাখুন।

ANM GNM Book 2023

মাধ্যমিক রেজাল্ট ২০২৩ প্রকাশের তারিখ খুব শীঘ্রই ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাই তোমরা যারা মাধ্যমিক রেজাল্টের জন্য চিন্তা করছো, চিন্তা করো না। ছুটির কয়েকটা দিন আনন্দ ই মজা করে কাটাও, কারণ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর একাদশ শ্রেণীতে ভর্তির তোড়জোড় শুরু হয়ে যাবে তখন আর সময় পাবে না।

এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত যেসব ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে সেগুলি হলো-

www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in

মাধ্যমিক রেজাল্ট প্রকাশের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇👇

join Telegram

ALSO READ :   Primary TET Interview: প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা!

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top