রাজ্যে আসছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! কর্মসংস্থান হবে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষের!





কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে আসতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। কলকাতায় নিজেদের দফতর করতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, কলকাতায় এই ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ তৈরির জন্য মউ সাক্ষরিত হলো ২১শে মার্চ। বিধাননগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষ ও মার্লিন গ্রুপের মধ্যে এই মউ সাক্ষরিত হয়েছে বলে জানা যাচ্ছে।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কলকাতায় আসা কে মুখ্যমন্ত্রী কলকাতার মুকুটে নতুন পালক বলে আখ্যায়িত করেছিলেন। সারা বিশ্বের ১০০টি দেশে এই কেন্দ্রটির অবস্থান রয়েছে। ভারতে অবস্থিত এর সবচেয়ে পুরনো কেন্দ্রটি রয়েছে মুম্বাইতে। এছাড়া দেশের আরও পাঁচটি অঞ্চলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা রয়েছে। আর এবার সপ্তম শাখাটি আসতে চলেছে কলকাতায়। জানা যাচ্ছে, কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায়। প্রায় ৩৫ লক্ষ বর্গফুট জমির উপর তৈরি হবে সেন্টারটি। সেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

join Telegram

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এর ফলে রাজ্যের তিরিশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির আবহে নিত্যদিন চাকরি বাতিল হচ্ছে একের পর এক অযোগ্য প্রার্থীর। নিয়োগের দাবিতে চলছে অনশন, বিক্ষোভ। সরকারি চাকরির উপর আস্থা হারিয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের’ কলকাতায় আসার সিদ্ধান্তকে একপ্রকার ভালো দিক হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

ALSO READ :   CU Phd Course | পিএইচডি কোর্সের ভর্তির বিজ্ঞাপন বাতিল করলো কলকাতা বিশ্ববিদ্যালয়!

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top