NEET PG Result: প্রকাশ পেল NEET PG পরীক্ষার ফলাফল!





NEET PG Result

প্রকাশ পেল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (নিট পিজি) ২০২৩ পরীক্ষার ফলাফল। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এর তরফে ১৪ই মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (natboard.edu.in) -এ গিয়ে পরীক্ষার রেজাল্ট দেখে আসতে পারেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (natboard.edu.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার ‘Result of NEET-PG 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর একটি পিডিএফ ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের।
৪) সংশ্লিষ্ট পিডিএফটিতে রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করবেন পরীক্ষার্থীরা।
৫) এবার সেখান থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
৬) এরপর রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যের হাই স্কুলে শিক্ষক নিয়োগ

join Telegram

নিট পিজি ২০২৩ পরীক্ষা আয়োজিত হয়েছিল গত ৫ই মার্চ নাগাদ। প্রায় দুই লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। প্রকাশিত মেরিট লিস্ট অনুসারে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। অতি শীঘ্রই এ বিষয়ে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   WBCS ২০২৩ এর আবেদন শুরু হলো! সিলেবাস, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখুন | WBCS 2023 Recruitment Notice

ANM & GNM Book 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top