New Business Idea: দিনে ৫ ঘন্টা কাজ, বাকী সময় আরাম! এই ব্যাবসা করে মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম

Income up to 1 lakh Rs per month by doing soup business

অনেকেই আমাদের কাজকর্ম WhatsApp গ্রুপ এবং টেলিগ্রাম এর মাধ্যমে নতুন কোন বিজনেস আইডিয়া (Business Idea) সম্পর্কে জানতে চাই। তাই আমরা আজকে একটি নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জানাতে চলেছি। আপনিও যদি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করে প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের দেওয়া বিজনেস আইডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আজকে যে বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাকে জানানো হচ্ছে সেটি সম্পূর্ণ নতুন ধরনের এবং চাহিদা প্রবণ ব্যবসা। তবে এই ব্যবসাটি আপনি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যবসা করতে গেলে নির্দিষ্ট কোন জায়গার প্রয়োজন। জায়গা বলতে নিজের কেনা কোন জায়গা থাকতে হবে এমন কোন বিষয় না। ভাড়া নিয়েও এই ব্যবসা শুরু করতে পারবেন।

২০২০ সালের করোনা ভাইরাসের পর থেকে অনেকেই চাকরি বা কাজ হারিয়েছেন। তারা এবং যারা সদ্য পড়াশোনা শেষ করে এখনো বেকার বসে রয়েছে। এমনকি যারা চাকরির প্রস্তুতি করছেন তারাও পার্ট টাইম হিসেবে ডেইলি ৫ ঘন্টা মতো কাজ করে এই ব্যবসা চালাতে পারবেন।

ALSO READ :   Primary Recruitment: ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

আপনিও যদি ছোট থেকে মাঝারি কোন ব্যবসা শুরু করে প্রতি মাসে ঠিকঠাক টাকা রোজগার করতে চান তাহলে শুরু করতে পারেন স্যুপ এর ব্যবসা (Soup Business)। হ্যাঁ আজকে আমরা স্যুপ এর ব্যবসার কথাই বলছি। বর্তমানে এই ব্যবসাতে খুব কম সময়ে এবং কম খরচে বেশি টাকা রোজগার করার সুযোগ আছে।

স্যুপের ব্যবসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় 

(1) স্যুপের ব্যবসা করার জন্য প্রথমেই আপনাকে একটি দোকান (ভাড়া) নিতে হবে।

(2) এখানে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলেও আপনি মাসে 50 হাজার থেকে 1 লাখ টাকা বা তারও বেশি টাকা রোজগার করতে পারবেন।

(3) স্যুপের দোকানটি এমন জায়গায় করতে হবে যেখানে বেশি মানুষের আসা-যাওয়া থাকে।

(4) গ্রাম, ছোট-বড়-মাঝারি শহর বিভিন্ন জায়গার কোন বাজার এলাকায় স্যুপের ব্যবসা শুরু করতে হবে।

(5) এই সমস্ত বাজারের কোন একটি দোকান ভাড়া নিয়ে সেখানে স্যুপের ব্যবসা শুরু করা যাবে। ভাড়ার টাকার পরিমান বেশি মনে হলেও ব্যবসা শুরু করার পরে যে লাভ হবে তাতে আরামসে দোকান ভাড়ার টাকা দেওয়া যাবে।

(6) পার্ট টাইম হিসেবেও বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চাইলে আপনি স্যুপের ব্যবসা চালাতে পারেন।

ALSO READ :   অবশেষে মাধ্যমিক পাশে SSC-তে বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -Govt Job

স্যুপের ব্যবসায় লাভের পরিমাণ

একটি স্যুপ তৈরি করতে যদি মোটামুটি ১০ থেকে ১৫ টাকা খরচ হয় তবে তা আপনি ৪০ থেকে ৫০ টাকায় সহজেই বিক্রি করতে পারবেন। অর্থাৎ একটি স্যুপ বিক্রি করে আপনার লাভ হবে ৩০ থেকে ৩৫ টাকা

তাই প্রতি দিন যদি আপনি ৫০ থেকে ১০০ বাটি স্যুপ বিক্রি করতে পারেন তাহলে আরামসে এক মাসে 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

🔥 এগুলোও পড়ুন- 

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top