NIFT কোলকাতাতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, আবেদন ফর্ম ডাউনলোড করুন

WB NIFT kolkata recruitment 2022 : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT) কলকাতা এসিস্ট্যান্ট, এসিস্ট্যান্ট ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার গ্রেড ৩, নার্স, ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য ১১ মার্চ ২০২২ এর আগে অফলাইনে আবেদন পত্র জমা দিতে পারেন। আরও বিস্তারিত জানতে নীচে চেক করুন।

WB-NIFT Kolkata Group-C Recruitment 2022
নিয়োগকারী সংস্থা National Institute of Fashion Technology(NIFT) Kolkata
পদের নাম Assistant, assistant warden, stenographer grade 3, nurse, lab assistant
শূন্যপদের সংখ্যা ১১ টি
আবেদন প্রক্রিয়া Offline Mode
চাকরি বিভাগ সরকারি চাকরি
আবেদন শুরুর তারিখ ১০ই ফেব্রুয়ারি,২০২২
আবেদনের শেষ তারিখ ১১ই মার্চ,২০২২
নিয়োগ স্থান পশ্চিমবঙ্গ কোলকাতা
অফিসিয়াল ওয়েবসাইট www.nift.ac.in/

১. পদের নাম : এসিস্ট্যান্ট ( ফিনান্স, একাউন্টস্)
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে বেচেলার ডিগ্রী অথবা মাস্টার ডিগ্রী পাস হতে হবে।
বেতন কাঠামো: লেবেল – ৪
২. পদের নাম : এসিস্ট্যান্ট ওয়ার্ডেন (মহিলা)
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে। সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো: লেবেল – ৪
৩. পদের নাম : স্টেনোগ্রাফার (গ্রেড ৩)
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে বেচেলার ডিগ্রী অথবা মাস্টার ডিগ্রী পাস হতে হবে। সঙ্গে কম্পিউটারে হাতের স্পীড থাকতে হবে।
বেতন কাঠামো: লেবেল – ৪
৪. পদের নাম : নার্স
শূন্যপদ : ০১ টি (UR-1)
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং নিয়ে বিএসসি অনার্স পাস হতে হবে। সঙ্গে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো: লেবেল – ৪
৫. পদের নাম : ল্যাব এসিস্ট্যান্ট 
শূন্যপদ : ০৭ টি (UR-4,OBC-2,EWS-1)
বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও আইটিআই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত পড়ুন অফিশিয়াল নোটিশে।
বেতন কাঠামো: লেবেল – ৪
আবেদন ফি : উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন ফি লাগবে….
  • General/OBC/EWS Candidates – Rs. 590/-
  • SC/ST/PWD/Women Candidates – No Fee
  • Payment Method – Demand Draft
ALSO READ :   ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ, রয়েছে শতাধিক শূন্য পদ
সিলেকশন প্রসেস: 
  • লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট
  • টেকনিক্যাল টেস্ট
আবেদন শুরু তারিখ : ১০ ফেব্রুয়ারি,২০২২
আবেদন করার শেষ তারিখ : ১১ মার্চ,২০২২
কিভাবে আবেদন করবেন: 
  1. অফলাইনে আবেদন করতে হবে।
  2.  অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ফর্ম ডাউনলোড করুন অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেন।
  3.  আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন।
  4.  তারপর যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত নথি সহ নীচের ঠিকানায় পাঠান।
  5.  আবেদন ফি প্রদান করুন (যদি প্রয়োজন হয়) এবং জমা দিন। 
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
The Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block – LA, plot – 3B, Sector-III, Salt Lake City, Kolkata – 700106
গুরুত্বপূর্ণ লিঙ্ক : 
অফিশিয়াল নোটিশ : ডাউনলোড
আবেদন ফর্ম : ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

ALSO READ :   রাজ্যের ইউনিভার্সিটিতে প্রচুর শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৬ ই মার্চ পর্যন্ত

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top