পশ্চিমবঙ্গে বসবাসকারী কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। NTPC অর্থাৎ ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের ব্যথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সিলেকশন প্রসেস কি বেতন নিবে কত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু নিয়েই এই প্রতিবেদনটি।
নিয়োগকারী সংস্থা | National Thermal Power Corporation Limited (NTPC) |
পদের নাম | Mining Sirdar, Mining Overman |
শূন্যপদ | 177 টি |
আবেদন মাধ্যম | Online |
আবেদনের শুরু তারিখ | 24th January 2022 |
আবেদনের শেষ তারিখ | 15th March 2022 |
পদের নাম : মাইনিং শিরদার (Mining Sirdar)
শূন্যপদ : মোট ১০৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তার সঙ্গে মাহি নিশির তার সার্টিফিকেট যেটি DGMS থেকে বৈধ হতে হবে এবং ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : এই চাকরিতে আবেদন করার জন্য বয়স সীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৫৭ বছর।
বেতন কাঠামো : এই চাকরিতে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০,০০০/- টাকা।
পদের নাম : মাইনিং অভারম্যান (Mining Overman)
শূন্যপদ : মোট ৭৪ টি শূন্যপদে মাইনিং অভারম্যান নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করে থাকতে হবে। তার সঙ্গে অভারম্যান সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : এই চাকরিতে আবেদন করার জন্য বয়সে মারা হয়েছে সর্বোচ্চ ৫৭ বছর।
বেতন কাঠামো : এই চাকরিতে প্রতিমাসে ৫০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন মূল্য :
- General/ OBC/ EWS Candidates: ৩০০/- টাকা
- SC/ ST/ PWD/ EXSM/ Women Candidates: কোন আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি :
- প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যান www.ntpc.co.in অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
- Recruitment বিভাগে যেতে হবে।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তার বিজ্ঞপ্তিটি খুলুন এবং পড়ুন।
- আপনি যদি NTPC অনলাইন আবেদনপত্র পূরণ করার যোগ্য হন।
- বিস্তারিত সাবধানে চেক করুন
- প্রয়োজনীয় নথির স্ক্যান কপি সংযুক্ত করুন।
- নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
- শেষ দিনের আগে ফর্ম জমা দিন।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন।
নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)