ভারতের ONGC কর্পোরেশনে কর্মী নিয়োগ | ONGC Recruitment 2022

ONGC Recruitment 2022 : অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited-ONGC) এর অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির নিয়োগ (Recruitment) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।

ONGC Recruitment 2022

পদের নাম (Post Name)

অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজার (Assistant Legal Adviser)

শূন্যপদ (Vacancy Details)

এখানে মোট 14 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Law বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কমপক্ষে 60 শতাংশ নম্বর থাকতে হবে তাহলে প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা (Age Limit)(As on 31/07/2022)

31.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

আবেদনের মাধ্যম (How To Apply)

শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ALSO READ :   কলেজে শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স! এই সমস্ত বাড়তি সুবিধা পাবে পড়ুয়ারা

আবেদন ফি (Application Fee’s)

  • জেনারেল প্রার্থীদের লাগবেঃ 300/- টাকা
  • ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

  • আবেদন শুরু তারিখঃ 13/09/2022
  • আবেদনের শেষ তারিখঃ 03/10/2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now
অফিশিয়াল নোটিশ Download
অনলাইন আবেদন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here

 

👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top