পশ্চিম বর্ধমান জেলায় আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে 21 জুন পর্যন্ত

 Paschim Bardhaman Recruitment 2022 : আপনি কি পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর ব্লকের বিবাহিত / বিধবা / আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলা? এবং আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য বিরাট সুখবর। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার অফিশিয়াল ওয়েবসাইটে একটি আশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর ব্লকের উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আশা কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আশা কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য জেনে নিন এই প্রতিবেদনটিতে।

paschim bardhaman recruitment 2022

পদের নামঃ আশা কর্মী

শূন্যপদঃ মোট শূন্যপদ 26 টি। শূন্যপদ সংক্রান্ত সমস্ত তথ্য ব্লক অনুযায়ী নিচে দেওয়া হলো নোটিশ ডাউনলোড করে নিন।

শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ (appeared) কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যােগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মুল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না।

ALSO READ :   জেলা ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৬ জুন পর্যন্ত

গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যােগ্য হবেন।

বয়সসীমাঃ সাধারন প্রার্থীর বয়স ১২.০৫.২০২২ তারিখে ৩০ থেকে ৪০ (ত্রিশ থেকে চল্লিশ) বছরের মধ্যে হতে হবে।

তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ (বাইশ থেকে চল্লিশ) বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতিঃ এক্ষেত্রে অবশ্যই প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীকে নদীয়া জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে অথবা আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকেও আবেদনপত্র ও নোটিশ ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডকৃত আবেদনপত্রটি পরিষ্কার ভাবে পূরণ করে কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট তারিখের আগে জমা দিতে হবে।

আবেদনকারীর আবেদন পত্রের সঙ্গে যে সকল প্রমাণ পত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবেঃ-

ক) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড।

থ) এলাকার বাসিন্দা হিসাবে ভােটার পরিচয় পত্র (EPIC)/ রেশনকার্ড।

গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র (তপশিলি জাতি, উপজাতির ক্ষেত্রে)।

ALSO READ :   কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 | Kolkata Police Constable Recruitment 2022

ঘ) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশীট।

ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওযান এবং গ্রেড টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র। (প্রযােজ্য হলে)

চ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপাের্ট সাইজ ফটো। আবেদন পত্রের ছবিতে সামনে নীচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে।

শংসাপত্র গুলির মধ্যে যে কোনাে একটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।

নিযােগের পূর্বে প্রার্থীকে অবশ্যই (ক) থেকে (ঙ) তে উল্লিখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে।

আবেদন পত্র জমা দেওয়া স্থানঃ- সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও.) অফিসের ড্রপ বক্সে।

আবেদন পত্র জমা দেওয়ার তারিখঃ- 01/06/2022 থেকে 21/06/2022 বিকেল 4 টা অবধি (সরকারী ছুটির দিন বাদে)।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদনপত্র ডাউনলোড Download(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল Join Now(link)

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top