HS Examination 2023: উচ্চমাধ্যমিকে আসেনি মাতৃভাষায় প্রশ্নপত্র! সাদা খাতা জমা দিলেন পরীক্ষার্থীরা!





HS Examination 2023

রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসছেন পড়ুয়ারা। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিভ্রাটের অভিযোগ সামনে এলো। জানা যাচ্ছে, মাতৃভাষায় প্রশ্নপত্র না আসার কারণে সাদা খাতা জমা দিলেন পরীক্ষার্থীরা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের। এই অঞ্চলের নেকুড়সেনী হাইস্কুলের পড়ুয়াদের সিট পড়েছিল দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যাভবন স্কুলে। সেদিন ছিল উচ্চমাধ্যমিকের পরিবেশবিদ্যার পরীক্ষা। অভিযোগ, সেদিনের পরীক্ষায় সাঁওতালি ও আলচিকি ভাষায় পরীক্ষা দিচ্ছিলেন পড়ুয়ারা। অথচ প্রশ্নপত্র আসেনি নির্দিষ্ট ভাষায়! জানা যাচ্ছে, এর আগেও একাদশ শ্রেণীর পরীক্ষায় একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। তখন সমস্যার কথা জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলে পড়ুয়াদের সুবিধার্থে সংশ্লিষ্ট দফতরের কাছে সমস্ত বইগুলি সাঁওতালি ও আলচিকি ভাষায় অনুবাদ করার সাথে সংশ্লিষ্ট ভাষায় প্রশ্নপত্র দেওয়ার আবেদনও জানিয়েছিল বিদ্যালয়।

আরও পড়ুনঃ
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন 2023 PDF: Download Now
উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্ন 2023 PDF: Download Now
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন 2023 PDF: Download Now

join Telegram

অথচ উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা বুঝতে পারে প্রশ্নপত্র এসেছে অন্য ভাষায়! ওই ভাষার লিপি না জানার কারণে ইনভিজিলেটরদের সাহায্যও পাননি পরীক্ষার্থীরা। এরপর পরীক্ষা কেন্দ্রেই পুরো সময় বসে থাকার পর অবশেষে সাদা খাতা জমা দিলেন পনেরো জন পরীক্ষার্থী। ঘটনাটি জানিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থী ও শিক্ষকেরা। জেলাশাসকের কাছেও জমা পড়ে অভিযোগ। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়টি শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ALSO READ :   SSC Recruitment: ১৯১১ শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে সতর্ক কমিশন! ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চেকিং বিশেষ পদ্ধতিতে!

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top