PhD ছাড়াও কলেজ-ইউনিভার্সিটিতে পড়ানো যাবে, আগের নিয়মে বড়সড় বদল আনল UGC

1/7: এবার থেকে কলেজ-ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির জন্য আবেদন করতে আর পিএইচডি (PhD) বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা UGC এর চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার। 2/7: সম্প্রতি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে UGC-HRDC বিল্ডিংয়ের উদ্বোধনে গিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানেই একথা জানিয়ে তিনি বলেন, ‘ইউজিসি নেট যাঁরা পাশ করেছেন তাঁরা সরাসরি অ্যাসিসট্যান্ট […]

The post PhD ছাড়াও কলেজ-ইউনিভার্সিটিতে পড়ানো যাবে, আগের নিয়মে বড়সড় বদল আনল UGC appeared first on KajKarmo.com.

ALSO READ :   সরকারি কর্মীদের জন্য ১০ হাজার টাকার উপহার! টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top