
সবে টেট পরীক্ষার রেজাল্ট (TET 2022 Result) বেরিয়েছে। আর এবার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য এল সুখবর। প্রথমেই জানিয়ে দিই সম্প্রতি যারা টেট পাশ করল তাদের জন্য এই ইন্টারভিউ নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপের ইন্টারভিউয়ের দিন ঘোষণা করে দিয়েছে। পর্ষদের বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার দ্রুত সেই ইন্টারভিউ পর্ব শুরু হবে। বিষয়টি ক্লিয়ার না বুঝতে পারলে শেষ পর্যন্ত পড়ে নিন। আশা করছি সমস্ত কিছুই আপনি বুঝে যাবেন।
রাজ্যে প্রায় সাড়ে এগারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব আগেই শুরু হয়েছিল। পাঁচটি দফার ইন্টারভিউ ইতিমধ্যেহয়ে গিয়েছে। এবার ষষ্ঠ দফার ইন্টারভিউ পর্বের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোনরকম বিতর্ক এড়াতে পুরোপুরি কেন্দ্রীয়ভাবে ষষ্ঠ দফার ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। এখন প্রশ্ন হল, এই ষষ্ঠ দফার ইন্টারভিউয়ে কারা অংশ নিতে পারবে? কবে হবে এই ইন্টারভিউ? আসুন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে দেখি।
কাদের জন্য এই ইন্টারভিউ?
২০১৪, ২০১৭ সালে যারা টেট পরীক্ষায় পাশ করেছিল তাদের জন্য এই ইন্টারভিউ। ২০২২ সালে যারা টেট পাশ করল তারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবে না। কেননা ২০২২ এর টেট পরীক্ষার আগেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আগামী দিনে প্রাইমারিতে নতুন করে নিয়োগ শুরু হলে ২০২২ এ যারা টেট পাশ করল তারা আবেদন করতে পারবে এবং তাদের শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউ হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ দফার ইন্টারভিউ কবে, কোথায় হবে?
1/6: প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে ষষ্ঠ দফার ইন্টারভিউ শুধুমাত্র পূর্ব বর্ধমানের জন্য। অর্থাৎ যারা পূর্ব বর্ধমানের স্কুলগুলির প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন জানিয়েছিল এই দফায় তাদের ইন্টারভিউ নেওয়া হবে। তবে ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে কলকাতায়।
2/6: ফলে খণ্ডঘোষ, রায়নার মত পূর্ব বর্ধমানের গ্রামীণ এলাকার চাকরিপ্রার্থীদের কলকাতায় এসে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে বসতে হবে। এই দফার ইন্টারভিউ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চলবে ১ মার্চ পর্যন্ত। ২৩, ২৪, ২৭, ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ইন্টারভিউয়ের দিন রাখা হয়েছে।
3/6: আগের পাঁচটি দফার ইন্টারভিউয়ের মত এই দফাতেও ডাক পাওয়াদের ব্যক্তিগতভাবে ই-মেল করে ইন্টারভিউয়ের কল লেটার পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে চাকরিপ্রার্থীরা চাইলে পর্ষদের ওয়েবসাইটে ঢুকে কল লেটার ডাউনলোড করে নিতে পারেন।
4/6: সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে, সচিত্র পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যাবতীয় অরিজিনাল নথি ইন্টারভিউয়ে নিয়ে আসতে হবে। সেইসঙ্গে টেট পাশের নথি সঙ্গে রাখতে হবে। এর সঙ্গে দু’কপি পাসপোর্ট সাইজ ফটো আনতে হবে।
5/6: ২০১৬ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এ বিষয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ এবারের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে চক-ডাস্টার নিয়ে ব্লাড বোর্ডের প্রত্যেক চাকরিপ্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট নিচ্ছে।
6/6: ফলে আগের পাঁচটি দফার মত ষষ্ঠ দফার শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ক্লাসরুমেই আয়োজিত হবে। পাশাপাশি যে শিক্ষকরা ইন্টারভিউ নিচ্ছেন তাঁরা এবার সরাসরি পর্ষদের সার্ভারে নম্বর দিচ্ছেন। এর ফলে ইন্টারভিউয়ে নম্বর কারচুপির সম্ভাবনা নেই বলে দাবি করেছে পর্ষদ।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ Primary 6th Phase Interview Notice: Download
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট: Click Here