Madhyamik | মাধ্যমিকের নিয়মে পরিবর্তন! পরীক্ষায় এবার গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা!





Madhyamik

রাজ্যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক। সারা রাজ্যের প্রায় ২৮৬৪টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকের আয়োজন করা হবে। পরীক্ষার নজরদারিতে থাকবেন ৪০ হাজার পরীক্ষক। সাধারণত মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক শিক্ষকেরা দায়িত্বে থাকেন না। তবে সূত্রের খবর, এবার উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেশনের দায়িত্বে থাকবেন প্রাথমিক শিক্ষকেরা।

রাজ্যে গ্রামাঞ্চলের দিকে বহু পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। ফলে মাধ্যমিক পরীক্ষায় সমস্যার মুখে স্কুলগুলি। এহেন সমস্যার সম্মুখীন হয়েছে উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলি। সম্প্রতি ওই জেলার ডিআই (DI) সংশ্লিষ্ট সমস্যার কথা জানিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে চিঠি লেখেন। চিঠিতে সমস্যা সমাধানের আর্জি জানান তিনি।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

FB Join

তাঁর বক্তব্য, উত্তর দিনাজপুর জেলার ১১৭ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে অধিকাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। মাধ্যমিক জেলা সেন্টার কমিটির রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে। যার দরুন সমস্যা দেখা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়ার ক্ষেত্রেও। এরপরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্যার সমাধানে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের নির্দেশ অনুসারে সেখানে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা।

ALSO READ :   রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে! রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দিল রাজ্য

আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩

পর্ষদ জানিয়েছে, এবার বিশেষ পরিস্থিতিতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে পর্ষদ সভাপতির কথায়, ‘এটি একেবারেই এককালীন ছাড় যা পরিস্থিতি সাপেক্ষে কেবল এবছরের জন্য দেওয়া হয়েছে’। প্রসঙ্গত, কেবলমাত্র উত্তর দিনাজপুর নয় রাজ্যের বহু গ্রামীণ বিদ্যালয়ই একই সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতিতে পর্ষদের তরফে কি ব্যবস্থা গৃহীত হয় এখন সেটাই দেখার।








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top