Primary TET Final Answer Key | প্রাইমারি টেট ফাইনাল আনসার কি প্রকাশিত হলো





Primary TET Final Answer key download

বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো প্রাইমারি টেট পরীক্ষার ফাইনাল ‘আনসার কি’। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট। Final Answer Key কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জেনে নিন।

Primary TET Final Answer Key Download

গত 11 ডিসেম্বর রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় প্রকাশিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার আনসার কি (Primary TET Answer Key)। সেই উত্তরপত্রে একাধিক প্রশ্নের উত্তর ভুল থাকার অভিযোগ ওঠে পরীক্ষার্থীদের তরফে। ফলস্বরূপ পর্ষদের তরফ থেকে উত্তর চ্যালেঞ্জ করার আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এবং যে প্রশ্নের উত্তরের স্বপক্ষে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সেই উত্তরটিকে সঠিক হিসেবে ধরে নিয়েছে। পর্ষদ। তা অনুযায়ী এদিন বৃহস্পতিবার প্রকাশিত হলো প্রাইমারি টেট পরীক্ষার Final Answer Key.

Check Primary TET Result 2022

How to download Primary TET Final Answer Key

কিভাবে ডাউনলোড করবেন প্রাইমারি টেট পরীক্ষার আনসার কি?‌

স্টেপ- ১: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbbpe.org) ভিজিট করুন।
স্টেপ- ২: হোম পেজে ‘NOTICE: FINAL ANSWER KEYS OF TET- 2022’ অংশটি দেখতে পাবেন।
স্টেপ- ৩: ‘NOTICE: FINAL ANSWER KEYS OF TET- 2022’ অংশটির ওপরে ক্লিক করুন।
স্টেপ- ৪: আপনার সামনে Primary TET Final Answer Key পেজটি খুলে যাবে। সেখান থেকে আপনি সেভ করে রাখতে পারেন কিংবা প্রিন্ট আউট করে নিতে পারেন।

প্রসঙ্গত আগামীকাল শুক্রবার প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। নিজের রেজাল্ট কিভাবে সহজে দেখবেন বিস্তারিত জেনে নিন- ক্লিক করুন

Primary TET Final Answer Key download link

Primary TET Final Answer Key: Download Now

join Telegram








ALSO READ :   DA বৃদ্ধির দাবি মান্যতা পেল বিধানসভায়, সরকারি কর্মীদের জন্য সবুজ সংকেত -WB Govt Employees Da News

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top