Primary TET: প্রাথমিকের ইন্টারভিউ সম্পন্ন হচ্ছে মে মাসের মধ্যেই! কবে নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা?





Primary TET

বিভিন্ন দফায় প্রাইমারি টেটের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউর পর নির্ধারিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে যোগ্য প্রার্থীদের। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল প্রাইমারি টেটের নবম দফার ইন্টারভিউর দিনক্ষণ। এরপরই দশম থেকে পঞ্চদশ দফার ইন্টারভিউ সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সূচি অনুসারে দেখা যাচ্ছে আগামী মে মাসের মধ্যেই সম্পন্ন হচ্ছে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া।

দশম থেকে পঞ্চদশ দফার ইন্টারভিউতে অংশ নেবেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, ও পুরুলিয়ার চাকরিপ্রার্থীরা। আগামী ১২ ই এপ্রিল থেকে শুরু করে আগামী ৮ ই মে পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। প্রতিটি দফার সময়সীমা বিস্তারিত ভাবে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ইন্টারভিউর দিন কি কি ডকুমেন্ট আনতে হবে তাও জানানো হয়েছে। প্রতিটি ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের দিন বজায় রাখা হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপ।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

join Telegram

এর আগে জানা গিয়েছিল, অতি শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের নিয়োগ দিতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো যে যে জেলার ইন্টারভিউ বাকি ছিল তা মে মাসের মধ্যে সম্পন্ন করা হবে। তবে ইন্টারভিউ শেষ হওয়ার পর কত দিনের মধ্যে প্রার্থীদের নিয়োগ মিলবে সে বিষয়ে এখনও স্পষ্ট উত্তর মেলেনি পর্ষদের তরফে। তাই কার্যত নিয়োগের আশায় এখন দিন গুনছেন প্রার্থীরা।

ALSO READ :   CSIR-UGC NET 2023: পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন

ANM & GNM Book 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top