
আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল। এমনই খবর রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। আগামীকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশের তীব্র সম্ভাবনা রয়েছে। রাজ্যের সমস্ত প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর।
প্রাইমারি টেট পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। রাজ্যের প্রায় সাত লক্ষ প্রাইমারি টেট পরীক্ষার্থী ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সঠিকভাবে জানাতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এদিন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন মিডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল।
Check Primary TET Result: Click Here
প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মাথায় Answer Key প্রকাশ করেছিল পর্ষদ। ভুল উত্তরের চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেই মতো বহু পরীক্ষার্থী উত্তরের স্বপক্ষে চ্যালেঞ্জ আবেদন করে জানিয়েছিলেন। যে উত্তরের বেশি আবেদন জমা পড়েছে সেটিকে সঠিক হিসেবে ধরেছে পর্ষদ। এবং সেই উত্তরের ভিত্তিতেই চূড়ান্ত মডেল উত্তরপত্র (Revised Answer Key) ইতিমধ্যেই প্রকাশ করেছে পর্ষদ। মডেল উত্তরপত্র (Revised Answer Key) অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা বোর্ড।
সব মিলিয়ে রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর। বহু বছর পর প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দু মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হচ্ছে, যা বিগত কয়েক বছরের পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম।