রাজ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্টিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- CMOH/ Samiti/ 2748
পদের নাম- Multi Tasking Staff (MTS)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- দৈনিক বেতন ৫০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

পদের নাম- AYUSH MO
মোট শূন্যপদ- ১ টি।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই Retired HMO/ SAMO/ UMO হতে হবে।
বেতন- দৈনিক বেতন ১০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরন করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ALSO READ :   রাজ্যে আশা ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

চাকরির খবরঃ IGNOU -তে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

ইন্টারভিউ স্থান- Basundhara Meeting Hall, Zilla Swasthya Bhawan Cumpus, Ranchi Road, Purulia
ইন্টারভিউ তারিখ- ২৯ মার্চ, ২০২৩ (Reporting Time- 11 AM)

FB Join

Official Notification: Download Now
Application Form: Download Now

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top