আগামী এক বছরের মধ্যে বিপুল কর্মী নিয়োগ শুরু হচ্ছে রেলে | Railway Recruitment 2022

Railway Recruitment 2022 : তোমরা সবাই জানো যে প্রায় গোটা বছরই নিয়োগ চলতে থাকে ভারতীয় রেলের কোনও না কোনও শাখায় কোনও না কোনও পদে । অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি চাকরির একটা বড় মাধ্যম হল রেল।

সারা ভারতের অসংখ্য ছেলে ও মেয়ে রেলে চাকরির জন্য প্রস্তুতি নেন এবং চেষ্টা করেন। এবার আবারো একবার সেই ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ আসতে চলেছে। 
আগামী ১ বছরে রেলে ১ লক্ষরও বেশি নিয়োগ হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এটাও জানা গেছে যে বর্তমানে রেলে মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৫৪৭। তার মধ্যে ১ লক্ষরও বেশি পদে আগামী ১ বছরের মধ্যেই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। 

 এই বিষয়ে রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ (Darshana Jardosh) জানিয়েছেন যে, ‘প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যা বলেন তা করেন। আমারা যা সংকল্প করেছি তা পূরণ করব।’ 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, যেখানে উন্নয়ন হয়, সেখানে বাকি সিস্টেমও তৈরি হয়। শুধু সরকারি চাকরি নয়, যেখানেই বিকাশের রাজনীতি হয়, সেখানেই মানুষ কাজের সঙ্গে যুক্ত হন। 

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top