● Railway Apprentice Recruitment 2022 : সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তা হলে আপনার জন্য একটা ভাল খবর রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলে নিয়োগ করা হবে। সেখানে ৫,৬৩৬ Apprentice পদের জন্য আবেদন গ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।
Railway Apprentice Recruitment 2022 | |
---|---|
নিয়োগকারী সংস্থা | Northeast Frontier Railways (NFR) |
পদের নাম | Apprentice Posts |
শূন্যপদ | 5636 টি |
আবেদন মাধ্যম | Online |
আবেদন শুরু তারিখ | 1st June 2022 |
আবেদনের শেষ তারিখ | 30th June 2022 |
Railway Apprentice Recruitment 2022
পদের নাম (Post Name)
● Apprentice পদের জন্য নিয়োগ করা হবে।
শূন্যপদ (Vacancy)
● এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 5636 টি। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
বেতন কাঠামো (Pay Scale)
● প্রতি মাসে 8000/- টাকা থেকে 10,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
● এই পদে আবেদন করতে প্রার্থীকে ন্যূনতম ৫০% নম্বর সহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি আইটিআই ডিগ্রি থাকাও প্রয়োজন।
বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)
● সর্বনিম্ন বয়সঃ 15 বছর
● সর্বোচ্চ বয়সঃ 24 বছর
● সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদনের মাধ্যম (How To Apply)
● নীচের লিঙ্ক থেকে NF রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।
আবেদন ফি (Application Fee’s)
● জেনারেল প্রার্থীদের লাগবেঃ 100 টাকা
● ST/SC প্রার্থীদের লাগবেঃ সার্ভিস চার্জ
নির্বাচন পদ্ধতি (Selection Process)
নিম্নলিখিত পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করা হবে…
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
● আবেদন শুরু তারিখঃ 01/06/2022
● আবেদনের শেষ তারিখঃ 30/06/2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিশ | |
অনলাইনে আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |
👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।