রাজ্যের হাই স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত





রাজ্যের হাই স্কুলে শিক্ষক নিয়োগ

রাজ্যের রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 14/RKSK/2023
Post Name- Assistant Teacher (Mathematics- Upper Primary)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mathematics -এ B.Sc সহ D EI.Ed/ B.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২৫ বছরের উপরে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে WEBEL -এর মাধ্যমে ৫৮৩ শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীদের স্কুল অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– Ramkrishna Sikhamandir (High school), Egra, Purba Medinipur
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৩ মার্চ, ২০২৩

ALSO READ :   UPSC CSE | সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউর সময়সূচি প্রকাশ করলো ইউপিএসসি! পড়ুন বিস্তারিত

চাকরির খবরঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীয়ান নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ২৬ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top