SBI Bank এ 9663 জন ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরির বিরাট সুযোগ

চলতি বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর । এবার গোটা দেশ জুড়ে কয়েক হাজার কর্মী নিচ্ছে  স্টেট ব্যাঙ্ক  (SBI)অব ইন্ডিয়া। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA ) অব ইন্ডিয়ার ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একাধিক শাখায়। আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে  । 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে স্টেট(SBI) ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে (www.bank.sbi/careers ) অথবা (www.sbi.co.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । তবে আবেদনের ক্ষেত্রে দেশের বাইরের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবেদনের সুযোগ ।  

ALSO READ :   WBSSC Recruitment: দীর্ঘ ৭ বছর পর ১৪ হাজার ৫২ জনের নিয়োগ সম্পন্ন হতে চলেছে রাজ্যে

এবার আসি শূন্যপদ সম্পর্কে—

পদের নাম – জুনিওর অ্যাসোসিয়েট’ (JUNIOR ASSOCIATE ) 

শূন্যপদ – 9663  টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  যে কোনও শাখায় স্নাতক ডিগ্রীধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক কাজের ওপর অবিজ্ঞতা সহ আবেদনকারী প্রার্থীকে স্থানীয় এবং ইংরাজি ভাষায় যেমন দক্ষ হতে হবে তেমনি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হতে হবে । 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক মারফৎ প্রতি মাসে ১৯, ১৬১ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুবিধা গুলি । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন পত্র পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল ,

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

ALSO READ :   DA Issue: ডিএ আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসলেন রাজ্যপাল!

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।

আবেদন ফী – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামে । 

নিয়োগ পদ্ধতি – 

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষার জন্য । এক্ষেত্রে প্রথমে দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা । ওই পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে মেইন পরীক্ষার জন্য ।  তারপর যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে স্টেট (SBI )ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.bank.sbi/careers) অথবা  (www.sbi.co.in) 

ALSO READ :   সরকারি চাকরির কোচিং-এর জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ! আবেদন শুরু হয়ে গেলো | SNTCSSC Coaching 2023

ভালো চাকরি করতে হলে আবেদন করুন চটপট 

 

চট জলদি চাকরির খবর পেতে নজর রাখুন   Bongodhara.com – এ 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #SBI #STATE BANK OF INDIA

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top