SSC CHSL: প্রকাশ পেল ‘CHSL’ পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন কল লেটার! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন





SSC CHSL

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ করা হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন (CHSL) পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) এর কল লেটার। সেক্ষেত্রে কমিশনের রিজিওনাল ওয়েবসাইট মারফত কল লেটারটি ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের।

‘কল লেটার’ ডাউনলোড করবেন কিভাবে?

১) CHSL DV এর ‘কল লেটার’ ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের রিজিওনাল ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত সিএইচএসএল পরীক্ষার কল লেটার ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্ক্রিনে কল লেটারটি দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ CPRI -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

 

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশনের ফলাফল। জানা যায়, প্রায় ১৪৮৭৩ জন প্রার্থী টাইপিং টেস্ট (list-1), ২২০ জন প্রার্থী DEST CAG (list-2), ১০৬৭ জন প্রার্থী DEST (Other than CAG) (list 3 (provisionally) তে উত্তীর্ণ হয়েছিলেন। সবমিলিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বের জন্য নির্বাচিত হয়েছিলেন ১৬,১৬০ জন পরীক্ষার্থী। আর এবার নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বে ডাকলো স্টাফ সিলেকশন কমিশন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন 2023 PDF | Madhyamik Life Science Question PDF 2023

FB Join

 








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top