SSC CGL Result: প্রকাশিত হলো SSC CGL Tier- I Result, কিভাবে দেখবেন?





SSC CGL Result: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ করা হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) পরীক্ষার ফলাফল। গত বছর ডিসেম্বরে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। বৃহষ্পতিবার তারই ফলাফল প্রকাশ করা হলো। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে রেজাল্ট দেখে আসতে পারবেন।

এসএসসি সিজিএল পরীক্ষার রেজাল্ট দেখবেন কিভাবে?

১) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশনের ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।
২) এবার হোমপেজে ‘রেজাল্ট’ সেকশনে যেতে হবে।
৩) এরপর CGL Tier 1 পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এবার সেখান থেকে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

চাকরির খবরঃ রাজ্যে এইট পাশে হোমগার্ড নিয়োগ

join Telegram

SSC GGL Cut off

প্রসঙ্গত, প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি দফতর, মন্ত্রক, সংস্থায় গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’ পদে নিয়োগের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) পরীক্ষার আয়োজন করে এসএসসি। সিজিএল প্রথম স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা এবার দ্বিতীয় স্তরের পরীক্ষাতে অংশ নিতে পারবেন। আগামী ২ থেকে ৭ মার্চ সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষাটি হবে কম্পিউটার নির্ভর (সিবিটি) পরীক্ষা।

ALSO READ :   মাধ্যমিক পাশে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ | Indian Airport Recruitment 2023

Official Notice: Download Now

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top