SSC MTS: মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের পরীক্ষা কবে? দিনক্ষণ ঘোষণা করলো স্টাফ সিলেকশন কমিশন





SSC MTS

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে আসন্ন পরীক্ষাগুলির নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে তালিকার আকারে পরীক্ষাগুলির দিনক্ষণ জানিয়েছে কমিশন। সেখানে মাল্টি টাস্কিং (NT- Staff) নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (ssc.nic.in) ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানতে পারবেন।

স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, মাল্টি টাস্কিং (NT-Staff) নিয়োগের পরীক্ষাটি আয়োজিত হবে মে-জুন মাস নাগাদ। এসএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Multi Tasking (NT-Staff) Examination, 2022 অনুষ্ঠিত হবে আগামী ২রা মে থেকে ১৯শে মে (02/05/23 – 19/05/23) এবং ১৩ জুন থেকে ২০ জুন (13/06/23 – 20/06/23) তারিখ নাগাদ।

চাকরির খবরঃ পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, এসএসসির MTS স্টাফ নিয়োগের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতিবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

FB Join

ALSO READ :   কলকাতা পুলিশে ১২,৩৪১ টি শূন্যপদে নতুন নিয়োগ! অফিসিয়াল আপডেট দেখুন








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top