বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনার সুযোগ! আবেদন জানাবেন কিভাবে? জেনে নিন





বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনার সুযোগ

আইন নিয়ে পড়াশোনা করতে চাওয়া পড়ুয়াদের জন্য এবার বিশেষ সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় (BU)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এলএলবি (অনার্স) কোর্সের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কোর্সটিতে ভর্তির আবেদন জমা করা যাবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে জানতে পারবেন।

আবেদন জানাবেন কিভাবে?

১) আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত সংশ্লিষ্ট কোর্সটির লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। কোর্সের ফি পেমেন্ট করতে হবে।
৪) আবেদনপত্রটি সাবমিট করে ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রাখতে পারেন প্রার্থীরা।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় নিয়োগ

join Telegram

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) কোর্সটির মেয়াদ তিন বছর। বর্তমানে ২০২৩-২৫ সেশনের জন্য ভর্তি নেওয়া হচ্ছে প্রার্থীদের। যে কোনো বয়সের আগ্রহী প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন। এই কোর্সের জন্য বর্তমানে ৬০টি আসন রাখা হয়েছে। প্রার্থীদের আবেদন ফি ধার্য হয়েছে ২৫০/- টাকা। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় হয়েছে। প্রার্থীদের জানানো হচ্ছে, কোর্স সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে নেবেন। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

ALSO READ :   শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের! গরমের ছুটির ঘাটতি মেটাতে নিতে হবে অতিরিক্ত ক্লাস

Official Notification: Download Now

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top