বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে PhD বাধ্যতামূলক নয়! জানালেন UGC চেয়ারম্যান





বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে PhD বাধ্যতামূলক নয়

বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে আগে পিএইচডি(PhD) ডিগ্রিকে গুরুত্ব দেওয়া হত। তবে এবার থেকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। জানা যাচ্ছে, এবার থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে চাকরি পাবেন প্রার্থীরা।

সম্প্রতি ইউজিসি চেয়ারপার্সন এম জগদীশ কুমার সিদ্ধান্তটির বিষয়ে জানিয়েছেন। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন নির্মিত ইউজিসি-এইচআরডিসি ভবনের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে এম জগদীশ কুমার জানান, এবার থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বাধ্যতামূলক থাকছে না ডক্টর অফ ফিলোজফি বা পিএইচডি ডিগ্রি। তবে কেন এই সিদ্ধান্ত? তাঁর কথায়, সারা দেশের বহু যোগ্য প্রার্থী পিএইচডি ডিগ্রি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাচ্ছেন না। আর সে কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার থেকে পিএইচডি ডিগ্রি না থাকা ‘নেট’ উত্তীর্ণ প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, এর আগে সহকারী অধ্যাপক পদের আবেদনে পিএইচডি ডিগ্রিকে ন্যুনতম যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে কেন্দ্রের তরফে এ বিষয়ের সংশোধিত নির্দেশিকা অতিমারির কারণে জারি হতে বিলম্ব হয়। তবে এবার এই নিয়মের পরিবর্তন আসতে তা প্রচুর সংখ্যক প্রার্থীর জন্য সুযোগ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

ALSO READ :   Madhyamik Admit Card: শুরু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ! অ্যাডমিটে ভুল থাকলে কিভাবে সংশোধন?

ANM & GNM Book 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top