৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স! কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে দেখুন

৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স

জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস’ তথা চার বছরের স্নাতক কোর্স সিস্টেম। সম্প্রতি ইউজিসির নির্দেশিকা উল্লেখ করে উচ্চ শিক্ষা দফতরের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। সংশ্লিষ্ট নির্দেশিকায় পাঠ্যক্রমের রূপরেখার বিষয়ে জানানো হয়েছে।

এর আগে তিন বছরের স্নাতক কোর্সে পড়াশোনা করতেন পড়ুয়ারা। তবে এবার থেকে স্নাতক স্তরে চালু হতে চলেছে চার বছরের পঠনপাঠন। ইউজিসির নির্দেশিকা অনুসারে বিরাট পরিবর্তন আসতে চলেছে স্নাতক স্তরের পড়াশোনায়। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই নিয়মের মধ্যে আসবেন।

চাকরির খবরঃ রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ

join Telegram

ভর্তি প্রক্রিয়া:

এবার থেকে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই পড়ুয়াদের কলেজে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে সংশ্লিষ্ট পোর্টালটির মাধ্যমে। এই পোর্টালটিতে লগ ইন করেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। আবেদন জানানোর জন্য আগের মতো আলাদা করে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে যেতে হবে না।

ALSO READ :   কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে আবেদন করুন

নতুন পদ্ধতিতে যে যে নিয়ম থাকবে:

১) এবার থেকে পড়ুয়ারা যে কোনও সময় যতবার খুশি স্নাতক কোর্সে ভর্তি হতে পারবেন অথবা বিরত থাকতে পারবেন।
২) এক বছর পর স্নাতকের পড়াশোনা ছেড়ে দিলে ইউজি সার্টিফিকেট (UG Certificate) পাবেন পড়ুয়ারা।
৩) দুই বছর পর স্নাতকের পড়াশোনা ছেড়ে দিলে ইউজি ডিপ্লোমা (UG Diploma) পাবেন পড়ুয়ারা।
৪) তিন বছর পর স্নাতকের পড়াশোনা ছেড়ে দিলে ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree) পাবেন পড়ুয়ারা।
৫) এবং চার বছরের স্নাতক কোর্সের পড়াশোনা কমপ্লিট করলে তবেই অনার্স ব্যাচেলর ডিগ্রি (Honours Bachelor Degree) দেওয়া হবে পড়ুয়াদের।
৬) এই প্রোগ্রামে যে কোনোও সময় বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।
৭) এছাড়া অনলাইন, অফলাইন, ODL, ও হাইব্রিড পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে নতুন পদ্ধতিতে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

গবেষণার সুযোগ:

এবার থেকে চার বছরের স্নাতক কোর্সের পড়াশোনায় গবেষণার সুযোগ থাকছে পড়ুয়াদের জন্য। চার বছরের পড়াশোনার পর নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে সরাসরি পিএইচডিতে সুযোগ দেওয়া হবে। সেটি সম্পন্ন করলে শিক্ষার্থীরা পাবেন ‘অনার্স উইথ রিসার্চ ডিগ্রি’। সেক্ষেত্রে ইউজিসির নির্দেশ অনুসারে স্নাতকে ন্যুনতম ৭.৫ সিজিপিএ থাকা পড়ুয়ারা গবেষণার জন্য আবেদন জানাতে পারবেন। আর অনার্স ডিগ্রির পর সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা।

ALSO READ :   অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়মে বদল! কেন্দ্রের চাপের মুখে রাজ্য

ইন্টার্নশিপের সুযোগ:

চার বছরের স্নাতক কোর্সের পড়ুয়াদের জন্য থাকছে ইন্টার্নশিপের সুযোগ। বিজ্ঞান, ব্যবসা, শিল্প, কলা, সহ সকল বিষয়েই মিলবে এই সুযোগ। বাস্তব কাজের জগতের সাথে পড়ুয়াদের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই চার বছরের স্নাতক কোর্স চালুর আলোচনা চলছিল। আর এবার ইউজিসির নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের পথে রাজ্য।

FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top