UPSC Civil Services 2022: সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউর নির্ঘন্ট প্রকাশ করলো ইউপিএসসি!





UPSC Civil Services 2022:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে প্রকাশ করা হলো সিভিল সার্ভিস একজ়ামিনেশন ২০২২ এর ইন্টারভিউর দিনক্ষণ। কমিশনের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউ শুরু হবে আগামী ২৪শে এপ্রিল থেকে চলবে আগামী ১৮ই মে পর্যন্ত। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in) থেকে ইন্টারভিউর নির্ঘন্ট জানতে পারবেন।

ইন্টারভিউর দিনক্ষণ চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in) এ যেতে হবে।
২) এবার ‘Interview Schedule: Civil Service (main) Examination 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর ইন্টারভিউর পিডিএফটি স্ক্রিনে দেখতে পাবেন প্রার্থীরা। রোল নম্বর অনুযায়ী দিনক্ষণ সঠিক ভাবে মিলিয়ে নিতে হবে।
৪) প্রয়োজনে পিডিএফটি প্রিন্ট করে নিতে পারেন প্রার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, সিভিল সার্ভিস মেন পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ৬ই ডিসেম্বর, ২০২২ নাগাদ। এরপর ইন্টারভিউ শুরু হয় গত ৩০শে জানুয়ারি, ২০২৩ থেকে। এর আগে দুটি পর্যায়ে ১০২৬ ও ৯১৮ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। আর এবার ৫৮২ জন প্রার্থীর পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ) নিতে চলেছে কমিশন। সেইমতো প্রার্থীদের রোল নম্বর, ইন্টারভিউর তারিখ ও সেশন বর্ণনা করা হয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

ALSO READ :   জলপাইগুড়ি জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top