উঃ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Uttar Dinajpur Recruitment 2022 : রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় আশা (ASHA) কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বিভিন্ন সাব সেন্টারে আশা কর্মী নিয়োগ করা হবে। রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর আওতায় এই নিয়োগ করা হবে।

অফিসিয়াল নোটিশ অনুযায়ী মোট ১৬২ টি শুন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে। আবেদন করার ফর্মটি সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাবে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 06/04/2022
আবেদন শুরু তারিখ 06/04/2022
আবেদন শেষ তারিখ 22/04/2022
Uttar Dinajpur Asha Kormi Recruitment 2022

নোটিশ নম্বরঃ ২১৭/ জেনারেল/ হেলথ/ আশা
নোটিশ প্রকাশের তারিখঃ 06.04.2022 
পদের নামঃ আশা কর্মী (ASHA Karmi)
বেতনঃ প্রতি মাসে 4500 টাকা 
বয়সসীমাঃ এই আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30-40 বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে 22-40 বছর। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। 
শিক্ষাগত যোগ্যতাঃ অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিকের বেশি যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই দেখা হবে। 
বিশেষ যোগ্যতাঃ   
✓আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। 
✓যে গ্রামে নিয়োগ করা হবে আবেদনকারীকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
শুন্যপদঃ মোট 162 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন গ্রামে নিয়োগ করা হবে। কোন কোন গ্রামে নিয়োগ করা হবে তা অফিসিয়াল নোটিশের ১ নম্বর পেজ থেকে বিস্তারিত উল্লেখ আছে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি মোবাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবেন।  
নির্বাচন প্রক্রিয়াঃ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 
আবেদন পদ্ধতিঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন করার ফর্ম আনতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। ঐ ফর্মটি সঠিকভাবে পুরন করতে হবে। 
ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে। 
আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ 
(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 
(2) ভোটার কার্ড অথবা রেশন কার্ড 
(3) কাস্ট সার্টফিকেট (ST, SC, OBC দের ক্ষেত্রে)
(4) মাধ্যমিক পাশ মার্কশীট 
(5) বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আদালত থেকে প্রাপ্ত বিবাহ বিচ্ছেদের কাগজ।  
(6) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি 
আবেদন ফিঃ আবেদন করতে কোনো টাকা লাগবে না। 
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন ফর্ম Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
ALSO READ :   রাজ্যের স্বাস্থ্য ভবনে ৪৫,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ, আবেদন শুরু ৫ মার্চ থেকে

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top