রাজ্যে BSK -তে ৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, কোন জেলায় কত শূন্যপদ দেখে নিন একনজরে!

রাজ্যে BSK -তে ৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌছে দিতে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বিএসকে। সেইমতো আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌছতে বিএসকে কেন্দ্রে প্রার্থী নিয়োগের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন বিএসকে নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে।

বর্তমানে রাজ্যের ২৩টি জেলায় ও ব্লক প্রশাসনের ‘এপি সেন্টারে’ প্রায় ৩,৫৪১টি বিএসকে রয়েছে। আর সেখানে কর্মরত রয়েছেন প্রায় ৭,১২০ জন প্রার্থী। ইতিমধ্যে আরও নতুন বিএসকে স্থাপনের পথে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় বিএসকে স্থাপনের লক্ষে প্রায় ১,৪৬১টি কেন্দ্র নির্মানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে সেই সমস্ত কেন্দ্রগুলিতে নতুন প্রার্থীদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে নির্ধারিত শূন্যপদে প্রায় তিন হাজার জন প্রার্থী নিয়োগের সম্ভাবনা রয়েছে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ

join Telegram

সেক্ষেত্রে জেলা ভিত্তিক শূন্যপদগুলি হলো: আলিপুরদুয়ারে-৩৪, বাঁকুড়ায়-৭৮, বীরভূমে-৬৪, কোচবিহারে-৪৮, দক্ষিণ দিনাজপুরে-২৩, দার্জিলিং এ-৩৬, হুগলিতে-৭৯, হাওড়ায়-৬০, জলপাইগুড়িতে-৩৫, ঝাড়গ্রামে-৩৪, কালিম্পং-২৯, মালদহে-৭২, মুর্শিদাবাদে-১০৭, নদিয়ায়-৭৭, উত্তর চব্বিশ পরগনায়-৮২, পশ্চিম বর্ধমানে-২৭, পশ্চিম মেদিনীপুরে-১০৩, পূর্ব বর্ধমানে-৭৩, পূর্ব মেদিনীপুরে-১০১, পুরুলিয়ায়-৬৪, দক্ষিণ চব্বিশ পরগনায়-১৫৯, উত্তর দিনাজপুরে-৪৫ ও কলকাতায়-৩০। প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই সহায়তা কেন্দ্র থেকে সুযোগ সুবিধা পেয়েছেন রাজ্যের প্রায় ৯ কোটির বেশি মানুষ। এবার নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে পঞ্চায়েতে বসবাসরত বঙ্গবাসীর বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।

ALSO READ :   রাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি, মাসিক বেতন 60 হাজার টাকা

FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top