রাজ্যের স্বাস্থ্য দপ্তরে MTS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন





রাজ্যের স্বাস্থ্য দপ্তরে MTS নিয়োগ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- DH&FW/COB/770
পদের নাম- Multi Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- দৈনিক বেতন ৫০০/- টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিস কর্মী নিয়োগ

ইন্টারভিউয়ের স্থান- Meeting Hall-1, District Vaccine & Family Welfare Store, Office of the Chief Medical Officer Of Health, N.N Road, (Besides Circuit House), Cooch Behar.
ইন্টারভিউয়ের তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ (Reporting Time- 10 AM)

ALSO READ :   এই ভুল করলে পাবেন না এমবিবিএস ডিগ্রী! ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কমিশনের

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top