TET | প্রাইমারি টেট পরীক্ষায় প্রথম হলেন কে? দ্বিতীয় তৃতীয়তে কারা? পড়ুন বিস্তারিত প্রতিবেদন





TET

এদিন শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ঘোষিত হলো প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এর রেজাল্ট। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠকের আয়োজন করে সর্বসমক্ষে টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন। সাথে টেট পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে।

পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এ প্রথম স্থানে রয়েছেন ইনা সিংহ (পূর্ব বর্ধমান)। টেট পরীক্ষায় মোট ১৫০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন পরীক্ষার্থী। যাঁরা টেট পরীক্ষায় মোট ১৫০ নম্বরের মধ্যে ১৩২ নম্বর পেয়েছেন। টেট পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী প্রার্থীরা হলেন মৌনিষা কুন্ডু (হুগলি), মেঘনা চক্রবর্তী (পশ্চিম মেদিনীপুর), দীপিকা রায় (পশ্চিম মেদিনীপুর) এবং অদিতি মজুমদার (পূর্ব বর্ধমান)। এরপর তৃতীয় স্থানে রয়েছেন চারজন পরীক্ষার্থী। তাঁরা হলেন, মেহেদী হাসান (উত্তর চব্বিশ পরগনা), বিকাশ ভক্ত (পূর্ব মেদিনীপুর), মনামি অধিকারী (পশ্চিম মেদিনীপুর), ও প্রহ্লাদ মন্ডল (বাঁকুড়া)। এই চারজন প্রার্থী টেট পরীক্ষায় মোট ১৫০ নম্বরের মধ্যে ১৩১ নম্বর পেয়েছেন। পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেট পরীক্ষা ২০২২ এ প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন প্রার্থী।

ALSO READ :   রাজ্য স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৫ হাজার টাকা

join Telegram

Primary TET Result: Click Here

প্রসঙ্গত, ডিসেম্বরের ১১ তারিখ প্রাইমারি টেট পরীক্ষা আয়োজিত হওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিছু কারণবশত ফলাফল প্রকাশের সময়কাল পিছিয়ে যায়। তবে অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল টেট পরীক্ষার ফলাফল।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top