
জানুয়ারিতে প্রকাশ পেয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার প্রভিশনাল ‘Answer Key‘। সংশ্লিষ্ট অ্যানসার কি এর কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। প্রত্যেক প্রশ্ন পিছু চ্যালেঞ্জের জন্য পাঁচশো টাকার অর্থমূল্য দিতে হয়েছিল। আর এবার পর্ষদ জানালো চ্যালেঞ্জের প্রশ্নের উত্তর সঠিক হলে সেক্ষেত্রে টাকা ফিরিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
জানুয়ারিতে টেটের প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ পেতে বেশ কিছু প্রশ্নের উত্তরের বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। পর্ষদ জানিয়েছিল চ্যালেঞ্জ জানানো প্রশ্নের উত্তর সঠিক হলে টাকা রিফান্ড হতে পারে, নচেৎ টাকা ফেরত দেওয়া হবে না। প্রভিশনাল অ্যানসার কি প্রকাশ পাওয়ার পর বেশ কিছু দিন সময় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি পরীক্ষার্থীদের বক্তব্যগুলি বিবেচনা করে।
Primary TET Final Answer Key: Download Now
এরপর গতকাল প্রকাশ করা হয়েছে টেটের ‘Final Answer Key‘। আর এই চূড়ান্ত অ্যানসার কি এর সাথে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, যে সমস্ত প্রার্থীদের চ্যালেঞ্জ সঠিক হয়েছে অর্থাৎ পর্ষদের বিশেষজ্ঞ কমিটি যে প্রার্থীদের চ্যালেঞ্জ মেনে নিয়েছে, তাদের টাকা NEFT এর মাধ্যমে ফেরত দেওয়া হবে। যদিও টাকা কবে ফেরত হবে সে বিষয়ে এখনও সঠিক তারিখ জানানো হয়নি।
Primary TET Result: Click Here
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbbpe.org) তে গিয়ে এই ‘চূড়ান্ত অ্যানসার কি’ দেখে আসতে পারেন পরীক্ষার্থীরা। পর্ষদ জানিয়েছে সংশ্লিষ্ট অ্যানসার কি নিয়ে আর চ্যালেঞ্জ করা যাবে না। এই চূড়ান্ত মডেল উত্তরপত্র অনুসারে টেটের রেজাল্ট প্রকাশ করা হবে।