Madhyamik Result: শিক্ষকদের চাকরি বাতিলের প্রভাব পড়বে না মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে! জানিয়ে দিল পর্ষদ





Madhyamik Result

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে জেরবার রাজ্য। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে বহু অবৈধ শিক্ষকদের। ইতিমধ্যে নবম-দশম শ্রেণীর বাতিল হওয়া শিক্ষকদের সংখ্যা অন্তত ৭৭৫। এহেন পরিস্থিতিতে মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের চাকরি বাতিলের প্রভাব যে পড়বে না তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার শুরু হবে পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন। সূত্রের খবর, এই মূল্যায়নের জন্য মেনে চলা হয় বেশ কিছু নিয়ম। যেমন, খাতা দেখার জন্য শিক্ষকদের কমপক্ষে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রায় এই একই নিয়ম মেনে চলা হয় মুখ্য পরীক্ষকদের ক্ষেত্রেও। এদিকে হাইকোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি বাতিল হয়েছে নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের। এরপর বাতিল হয় আরও ১৫৭ জন শিক্ষকের চাকরি। এই এত সংখ্যক শিক্ষক বাতিল হওয়ায় মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে তার কোনোও রেশ পড়বে নাকি সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

FB Join

তবে সংশ্লিষ্ট বিষয়ে সম্প্রতি আশ্বস্ত করেছে পর্ষদ। জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ পাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আর এই ফলপ্রকাশের প্রক্রিয়ায় গতি আনতে উত্তরপত্র মূল্যায়নের দুটি ধাপকে অনলাইনে করতে চাইছে পর্ষদ। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিকের ফলাফল।

ALSO READ :   রাজ্যে ১০০ শূন্যপদে হোম গার্ড নিয়োগ, অষ্টম শ্রেণি পাশে চাকরি | WB Home Guard Recruitment

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top