WBCS পরীক্ষার সিলেবাসে বিরাট পরিবর্তন, সুবিধা না অসুবিধা হবে? বিস্তারিত জানুন

WBCS Exam Syllabus Major changes

1/8: রাজ্য স্তরে সরকারি দফতরগুলিতে আধিকারিক হিসেবে যোগদান করার জন্য West Bengal Civil Service বা সংক্ষেপে WBCS পরীক্ষাটি নেওয়া হয়। তবে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে এই ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে। 

2/8: সোমবার বিধানসভায় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। সেই বৈঠকে WBCS পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে এবং বৈঠক শেষে জানানো হয়েছে, এবার বড়োসড়ো বদল আসতে পারে WBCS এর সিলেবাসে।

3/8: কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছে সরকার? সূত্র মারফত জানা গিয়েছে, মূলত WBCS এর সিলেবাসকে UPSC সিলেবাসের সমকক্ষ করে তোলার কারণেই সিলেবাসে বদল আনার চিন্তা ভাবনা করা হচ্ছে।

4/8: রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ WBCS পরীক্ষায় যাঁরা বসেন, তাঁদের সিংহভাগই UPSC পরীক্ষাতেও বসেন। তবে বর্তমানে দুই পরীক্ষার প্রিলিমিনারি স্টেজের সিলেবাসে মিল থাকলেও মেনস পরীক্ষার সিলেবাসে অমিলই বেশি। এমন আবহে WBCS এর সিলেবাসে বদল আনলে দুটি পরীক্ষার (WBCS এবং UPSC) সিলেবাসের মধ্যে সমতা আসবে

5/8: ফলে, যাঁরা WBCS এর প্রিপারেশন নেবেন, তাঁরা খুব সহজেই UPSC এর প্রিপারেশনও নিতে পারবেন একসাথে। সিলেবাসে বদল আনার ফলে আলাদাভাবে প্রিপারেশন নেবার কোনো প্রয়োজন পড়বে না আর। তাই, সব দিক ভেবে দেখার পরেই, WBCS- এর সিলেবাসে বদল আনার চিন্তা ভাবনা শুরু করেছে সরকার।

ALSO READ :   Admit Card। বিভিন্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করলো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন! ডাউনলোড করবেন কিভাবে?

6/8: ইতিমধ্যেই 2023 সালের WBCS পরীক্ষার আবেদন চালু হয়ে গেছে। মার্চ মাস অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষার জন্য আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে 210 টাকা।

7/8: চলতি বছরের WBCS পরীক্ষার উপর অবশ্য সিলেবাস বদলের কোনো প্রভাব পড়বে না। কারণ, সিলেবাস বদলের কথাটি এখনও চিন্তা ভাবনার স্তরে রয়েছে। সব মিটিয়ে পুরোপুরি সিলেবাসে বদল আসতে এখনও 2-3 বছর লেগে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

8/8: WBCS-এর সিলেবাস বদল নিয়ে কোনো নোটিশ সামনে এলে আপনার অবশ্যই আমাদের ওয়েবসাইটে সেটি জানাব। তাই ভুয়ো খবরে ঘাবড়াবেন না।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

💡 জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্যপদের বিজ্ঞপ্তি

💡 যাদবপুরে JRF পদে চাকরি (অফিসিয়াল বিজ্ঞপ্তি)

💡 মাধ্যমিকে খুব বেশি বা খুব কম নম্বর পেলে নেওয়া হবে এমন পদক্ষেপ!

ALSO READ :   SSC Scam | কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি প্রার্থীরা!

💡 মেয়েদের ঋতুকালীন ছুটি দিচ্ছে এই দেশ! আমাদের দেশে কবে?

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top