WBMSC- র মাধ্যমে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 23 জেলা থেকে নিয়োগ -WB Govt Job

ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নিতে পারতেন অনেকে। কিন্তু এখন সে গুড়ে বালি, কারণ সরকারি বিভিন্ন দফতর হোক কিংবা রাজনীতির আখড়া পুরসভায়, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই সার্ভিস কমিশন চালু করেছে সরকার। বর্তমানে মিউনিসিপ্যাল (Municipal Service Commission) সার্ভিস কমিশনের আওতায় উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে রীতিমতো পরীক্ষা দিয়ে পুরসভায় চাকরি করতে হবে। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চালু হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভিস কমিশন চালু হলেও বিগত কয়েক বছর অর্থনৈতিক দৈন দশার কবলে পড়েথমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। ফের তা চালু হয়েছে । গত কয়েকদিন আগেই কলকাতা (kolkata municipality) কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে প্রথা এবং নিয়মবিধি মেনে এই নিয়োগ প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। WBMSC Govt Job Recruitment

সম্প্রতি কলকাতা কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে  উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ইঞ্জিনিয়ারিং বিভাগে । তাহলে আসুন চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক নিম্নলিখিত প্রতিবেদনটিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – WBMSCC/web/11/12/15/Direct-I    Dated- 18/03/2023 

ALSO READ :   WBCS 2023 Notification PDF | WBCS 2023 Online Apply

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে :

১) পদের নাম- সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ‘ (Sub Assistant Engineer Civil ) 

শূন্যপদ– উল্লেখিত পদে  মোট শূন্য পদের সংখ্যা ৬৭ টি 

মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী কলকাতা কর্পো রেশন মারফৎ প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা – আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -র হিসাবে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা – আবেদকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং- বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। পাশাপাশি উল্লেখিত বিষয়ে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদনের যোগ্য । 

২) পদের নাম– সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল ‘ (Sub Assistant Engineer Electrical ) 

শূন্যপদ– উল্লেখিত পদে  মোট শূন্য পদের সংখ্যা ১০ টি 

 মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী কলকাতা কর্পো রেশন মারফৎ প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা – আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -র হিসাবে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

ALSO READ :   মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 | মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ PDF

শিক্ষাগত যোগ্যতা – আবেদকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল  ইঞ্জিনিয়ারিং- বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। পাশাপাশি উল্লেখিত বিষয়ে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদনের যোগ্য । 

৩) পদের নাম– সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ‘ (Sub Assistant Engineer Mechanical ) 

শূন্যপদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি 

 মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী কলকাতা কর্পো রেশন মারফৎ প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

আবেদনের ক্ষেত্রে বয়স সীমা – আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -র হিসাবে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা – আবেদকারী প্রার্থীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। পাশাপাশি উল্লেখিত বিষয়ে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদনের যোগ্য । 

এবার জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :  উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে (www.mscwb.org) গিয়ে অনলাইনে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে এবং সাম্প্রতিক সময়ের রঙিন ছবি আপলোড এবং প্রার্থীকে তার নিজের সই আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতা হবে ।

ALSO READ :   NTA | প্রকাশ হলো UGC NET পরীক্ষার দিনক্ষণ! কবে কোন পরীক্ষা? জানুন বিস্তারিত

সবশেষে জানবো নিয়োগ সম্পর্কে :এক্ষেত্রে আবেদন পত্র শর্ট লিস্টিং করে প্রার্থীদের প্রথমে  ডেকে নেওয়া অনলাইনে লিখিত পরীক্ষার জন্য । তারপর রয়েছে পারসোনালিটি টেস্ট ভা ইন্টারভিউ । সবশেষে আবেদনকারী প্রার্থীর  জমা দেওয়া সকল নথি পত্র ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে কলকাতা কর্পোরেশন মারফৎ ।  

প্রয়োজনীয় ডকুমেন্টস :

১। আঁধার কার্ড

২। বাসস্থানের প্রমান পত্র

৩। বয়সের প্রমান পত্র

৪। জাতিগত সংশাপত্রের প্রমান পত্র 

৫। প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৬। সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি

৭। শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,ইত্যাদি। 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের শেষ তারিখ – 30/04/2023

আরও বিস্তারিত জানতে দেখে নিন (www.mscwb.org

Official Notice 1 : Download 

Official Notice 2: Download

Official Notice 3: Download

Official Notice 4: Download

Official Notice 5: Download

TAG- #kolkata #wb job #kmc #job news #engineer

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top