● wbpdcl recruitment 2022 apply online : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশ (WBPDCL)। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে ও আরো বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন। সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
● পদের নামঃ মেকানিক্যাল (Mechanical)।
● মোট শূন্যপদঃ 12 টি (UR- 06 টি, SC- 06 টি, ST- 01 টি, OBC- 02 টি)।
● পদের নামঃ ইলেকট্রিক্যাল (Electrical)।
● মোট শূন্যপদঃ 10 টি (UR- 05 টি, SC- 02 টি, ST- 01 টি, OBC- 02 টি)।
● পদের নামঃ ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স (Instrumentation/Electronics)।
● মোট শূন্যপদঃ 05 টি (UR- 03 টি, SC- 01 টি, ST- 01 টি)।
● পদের নামঃ মাইনিং (Mining)
● মোট শূন্যপদঃ 03 টি (UR- 02 টি, SC- 01 টি)।
● শিক্ষাগত যোগ্যতাঃ উপরের সমস্ত পদের জন্য AICTE স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন/ মাইনিং এ চার বছরের স্নাতক কোর্স পাশ করে থাকতে হবে।
● বয়সসীমাঃ উপরের সমস্ত পদের জন্য 01 জুন 2022 তারিখে প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
● স্টাইপেন্ডঃ উপরের সমস্ত পদের জন্য নির্ধারিত প্রার্থীদের প্রতি মাসে 9000/- টাকা করে দেওয়া হবে।
● পদের নামঃ মেকানিক্যাল (Mechanical)
● মোট শূন্যপদঃ 13 টি (UR- 06 টি, SC- 03 টি, ST- 01 টি, OBC- ৩ টি)।
● পদের নামঃ ইলেকট্রিক্যাল (Electrical)
● মোট শূন্যপদঃ 10 টি (UR- 05 টি, SC- 02 টি, ST- 01 টি, OBC- 02 টি)।
● পদের নামঃ ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স (Instrumentation/Electronics)
● মোট শূন্যপদঃ ৭ টি (UR- ৩ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ১ টি)।
● শিক্ষাগত যোগ্যতাঃ উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে AICTE অনুমোদিত অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
● বয়সসীমাঃ উপরোক্ত সমস্ত পদের জন্য 01 জুন 2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
● স্টাইপেন্ডঃ প্রতি মাসে 8000 টাকা করে দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়কালঃ উপরিউক্ত সমস্ত পদের জন্য প্রশিক্ষণের সময়কাল থাকছে এক বছর।
● আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য কতৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in -এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙিন ফটোকপি (500 KB এর কম) এবং স্বাক্ষর (200 KB এর কম) স্ক্যান করে আপলোড করতে হবে।
● নির্বাচন পদ্ধতিঃ পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
● আবেদনের শেষ তারিখঃ 27/06/2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |