WBPRB: প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পার্সোনালিটি টেস্টের কল লেটার!





WBPRB

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশ টেলিকমিউনিকেশন বিভাগ ২০২০ এর ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগের পার্সোনালিটি টেস্টের কল লেটার। সেক্ষেত্রে প্রার্থীরা (wbpolice.gov.in) ওয়েবসাইটে গিয়ে কল লেটার ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করবেন কিভাবে?

১) পার্সোনালিটি টেস্টের কল লেটার ডাউনলোড করার জন্য প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) এ যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত রিক্রুটমেন্ট ট্যাবে যেতে হবে।
৩) এরপর ওয়্যারলেস অপারেটর কল লেটার ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৫) এরপর কল লেটারটি ডাউনলোড করতে হবে।
৬) ডাউনলোডের পর এটি প্রিন্ট করে রেখে দিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

কলকাতা পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের পার্সোনালিটি টেস্ট আয়োজিত হবে আগামী ২০ মার্চ থেকে। নির্বাচিত প্রার্থীদের শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

FB Join







ALSO READ :   TET 2014: ৮২ পাওয়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায়!


Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top