WBPSC-তে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

WBPSC audit and accounts service exam 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা 2020 এর একটি নোটিফিকেশন বেরিয়েছে। মোট 36 টি শুন্য পদে পরীক্ষা নেওয়া হবে। আপনি যদি এই পরীক্ষার জন্য আগ্রহী হন এবং জানতে চান যে এই পরীক্ষার জন্য যোগ্যতা কত লাগবে ,বেতন কত দেওয়া হবে ,বয়স সীমা কত এই সমস্ত তথ্য পেতে প্রতিবেদনটি পড়ুন।

WBPSC Audit and Accounts Service Exam 2022 Notification
নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পদের নাম WBPSC Audit and Accounts Service Exam
শূন্যপদের সংখ্যা ৩৬ টি
আবেদন প্রক্রিয়া অনলাইন
চাকরি বিভাগ সরকারি চাকরি
আবেদন শুরুর তারিখ ৭ই ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২
নিয়োগ স্থান পশ্চিমবঙ্গ
অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in

পদের নাম : অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এক্সাম
শূন্যপদ : মোট ৩৬ টি
বেতন : লেবেল-১৬, বেতন মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা ROPA নিয়ম অনুযায়ী।
বয়স সীমা : এই পরীক্ষার জন্য সর্বোচ্চ বয়স ৩৬ বছর হতে হবে। বয়স হিসেব করবেন ০১/০১/২০২১ তারিখ থেকে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা “Institute of Chartered Accountants of India” এর সদস্য হতে হবে অথবা “Institute of Cost Accountants of India” এর সদস্য হতে হবে অথবা MBA/ PGDM (FINANCE) বা সমমানের স্নাতকোত্তর সদস্য হতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ২ (দুই) বছরের পূর্ণ-সময়ের নিয়মিত কোর্সের অধীনে ফিনান্সে ডিগ্রি।
আবেদন ফি: 
  • প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ২১০/- টাকা
  •  পশ্চিমবঙ্গের এসসি/এসটি প্রার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের (পিডব্লিউডি) ৪০% বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না।
ALSO READ :   WBSETCL এ Apprentice নিয়োগ, আবেদন করুন অনলাইনে
নির্বাচন পদ্ধতি : 
  • প্রিলিমিনারি টেস্ট
  • মূল পরীক্ষা 
  • পার্সোনালিটি টেস্ট
সিলেবাস অফিশিয়াল নোটিশে ভালোভাবে দেওয়া আছে ডাউনলোড করে পড়ে নেবেন।
কিভাবে আবেদন করবেন: এই পরীক্ষার জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অথবা নিচের দেওয়া লিংক থেকে প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউন লোড করে ভালভাবে পড়ুন তার উপরে অনলাইন আবেদনের একটি লিংক দেওয়া হয়েছে ওখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে।
গুরুত্বপূর্ণ তারিখ : 
আবেদন শুরু তারিখ : ৭ ই ফেব্রুয়ারি ২০২২
আবেদন করার শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক : 
Official Notice Download(download)
Apply Link Click Here(link)
Official Website Click Here(link)
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী:

Wbpsc audit and accounts service exam 2022 এর বয়স সীমা কি?

সর্বোচ্চ বয়স ৩৬ বছর।

Wbpsc audit and accounts service exam 2022 এর বেতন কত?

মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা।

Wbpsc audit and accounts service exam 2022 এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

কমার্স বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

Wbpsc audit and accounts service exam 2022 এর কত শূন্যপদ আছে?

মোট ৩৬ টি শূন্যপদ আছে।

ALSO READ :   জেলা ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৬ জুন পর্যন্ত

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না।(alert-warning)

G

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top