WB Judicial Admit Card 2023: পশ্চিমবঙ্গ Judicial Service পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ! ডাউনলোড করবেন কিভাবে?





WB Judicial Admit Card 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে প্রকাশ করা হয়েছে Judicial Service প্রিলিমিনারি একজ়ামিনেশন ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) এর মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পরীক্ষার্থীদের প্রথমে (wbpsc.gov.in) এ যেতে হবে।
২) এরপর ‘ক্যান্ডিডেটস কর্নারের’ অন্তর্গত অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার ‘West Bengal Judicial Service Preliminary Examination 2022’ অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৫) এবার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন।
৬) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ

join Telegram

এর আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি একজ়ামিনেশন আয়োজিত হতে চলেছে আগামী ২৬শে মার্চ নাগাদ। কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষাটি চলবে দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডটি অবশ্যই নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   Teacher Recruitment Scam: ২০১৬ সালের প্রাইমারি রিক্রুটমেন্টের তালিকা প্রকাশ্যে আনলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top