বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে? জানিয়ে দিল রাজ্য





বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ

হাইকোর্টের নির্দেশে বন সহায়ক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে রাজ্য। প্রায় ২০০০টি শূন্যপদে বন সহায়ক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থায়ী বাসিন্দা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি রাজ্যের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে, তা জানিয়ে দেওয়া হল।

রাজ্যের তরফে প্রকাশিত নয়া বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৯ মে ২০২৩ পর্যন্ত বন সহায়ক পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। যার দরুণ আরো বেশি সংখ্যক প্রার্থী এই পদের জন্য আবেদন করার সুযোগ পেলেন। বন সহায়ক পদে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

এই পদের আবেদন গ্রহণ চলছে অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে সংস্থার নির্দিষ্ট দফতরে গিয়ে জমা করতে হবে। যে সকল প্রার্থীরা বন সহায়ক পদে আবেদন জানাতে চান, তাঁরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।

ALSO READ :   HS Examination 2023: উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে ভুল! কি বললেন সংসদ সভাপতি?

বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ

Apply Now: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top