
আজ থেকে রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। চলতি বছরের উচ্চমাধ্যমিকে অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী। এর আগেই প্রকাশ পেয়েছিল পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা কি করবেন আর কি করবেন না তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।
H.S Examination 2023
উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে যে নির্দেশগুলি মানতে হবে, সেগুলি হলো-
১) প্রথম দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পৌছতে হবে পরীক্ষার্থীদের। বাকি দিন ৩০ মিনিট আগে পৌছতে হবে।
২) পরীক্ষা শুরুর দশ মিনিট আগে আসনে বসে পড়তে হবে।
৩) পরীক্ষার প্রত্যেক দিন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৩ ডাউনলোড করুন
৪) প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর) এ সই করতে হবে।
৫) পরীক্ষার্থীদের নিজেদের সাথে পেন, পেনসিল, রবার, ইন্সট্রুমেন্ট বক্স, এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় বস্তুসমুহ নিয়ে আসতে হবে।
৬) পরীক্ষায় ত্রিকোণমিতি, লগারিদম সহ কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
৭) নির্ধারিত সময়ে পরীক্ষা শেষের পর পরীক্ষকের কাছে খাতা জমা করবেন পরীক্ষার্থীরা।
৮) পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে। দুপুর ১২ টা ৪৫ মিনিটের আগে পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে পারবেন না পরীক্ষার্থীরা।
৯) পরীক্ষা শুরুর এক ঘন্টা পর শৌচালয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।
১০) পরীক্ষার সময় ট্রান্সপারেন্ট বা কাঠের বোর্ড (কিছু লেখা না থাকা) ব্যবহার করা যাবে।
১১) পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ বৈদ্যুতিক সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা বাড়লো
এছাড়া চলতি বছরের উচ্চমাধ্যমিক নিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা, কড়া পুলিশি নিরাপত্তা। এছাড়া স্পর্শকাতর হিসেবে চিহ্নিত পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর সহ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি)। জানানো হয়েছে, পরীক্ষার জায়গায় অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে অপ্রত্যাশিত ঘটনা ঘটলে অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহণ ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে সবদিক থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় উদ্যোগী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।