সর্বভারতীয় পরীক্ষায় ছাপ রাখলো পুরুলিয়া! সাফল্য আনলেন দুই কৃষিজীবী পরিবারের ছাত্র!





সর্বভারতীয় পরীক্ষায় ছাপ রাখলো পুরুলিয়া

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM) পরীক্ষার ফলাফল। এই সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন পুরুলিয়ার একই কলেজের দুই কৃষিজীবী পরিবারের ছাত্র। আইআইটিতে পড়াশোনার সুযোগ পেলেন তাঁরা। মধ্যবিত্ত পরিবারে বড়ো হওয়া এই দুই ছাত্রের সাফল্যের খুশি ছড়িয়েছে পরিবার থেকে জেলায়।

সাফল্য অর্জন করা ছাত্র দুজনের নাম সোমনাথ মাহাতো এবং অজয় মাহাতো। দুজনেই পুরুলিয়ার আড়শা থানা এলাকার জেকে কলেজের ছাত্র। পড়ুয়া সোমনাথ মাহাতোর ঠিকানা আড়শা থানা এলাকার পাথড়াবেড়া গ্রামে। সর্বভারতীয় স্তরে তিনি রয়েছেন ১২৮ তম স্থানে। জেকে কলেজ থেকে রসায়ন নিয়ে পড়াশোনা করেন তিনি। সোমনাথের বাবা কৃষিজীবী ও মা গৃহবধূ। সোমনাথের সাফল্যে খুশি তাঁর পরিবার। তাঁর বাবা স্বপন মাহাতো জানান, দারিদ্র্যতা থাকলেও ছেলের পড়াশোনায় কোনোরকম খামতি রাখতে চান না তাঁরা।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

অন্যদিকে, আড়শা থানা এলাকার চিতিডি গ্রামের বাসিন্দা অজয় মাহাতো। সর্বভারতীয় পরীক্ষায় তিনি লাভ করেছেন ১৯৬ তম স্থান। অজয়ের বাবা রমানাথ মাহাতো কৃষিকাজের সাথে যুক্ত ও মা অঙ্গনওয়াড়ি শিক্ষিকা। দাদা ইংরেজি বিষয়ের স্নাতকোত্তর পঠনপাঠনের সাথে যুক্ত। মধ্যবিত্ত পরিবারে মানুষ অজয় মাহাতোর জেকে কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা। ভবিষ্যতে ইচ্ছে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করার। সর্বভারতীয় পরীক্ষায় অজয়ের সাফল্যে আনন্দিত তাঁর পরিবার থেকে পরিজন।

ALSO READ :   গরমের ছুটিতে ব্যাহত হচ্ছে পঠন - পাঠন! হেল্পডেস্ক চালু করলো রাজ্য সরকার

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top