SSC Group C: স্থগিতাদেশ দেয়নি আদালত! শুরু হলো গ্রুপ সি পদের কাউন্সেলিং কর্মসূচি!





SSC Group C

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ৮৪২ জন অবৈধ গ্রুপ সি প্রার্থীর। নির্ধারিত শূন্যপদে নতুন প্রার্থীর নিয়োগে এরপর কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি চাকরিহারা প্রার্থীদের একাংশ এই কাউন্সেলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবিতে দ্বারস্থ হন আদালতের। অথচ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। এর ফলে যথারীতি নির্ধারিত সময়ে শুরু হলো গ্রুপ সি পদের কাউন্সেলিং কর্মসূচি।

কমিশন জানিয়েছিল, গ্রুপ সির অবৈধ প্রার্থীদের চাকরি বাতিলের ফলে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে সেখানে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সেইমতো শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ১০০ জন প্রার্থীর কাউন্সেলিং শুরু হলো। এই দফায় উপস্থিত ছিলেন বীরভূম, হুগলি ও বর্ধমানের চাকরিপ্রার্থীরা। কথা মতো ২৩শে মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হন চাকরিপ্রার্থীরা। সল্টলেকের এসএসসি ভবনে শুরু হয় কাউন্সেলিং। সকাল সাড়ে দশটা, বেলা বারোটা, ও দুপুর দুটো এই তিন ধাপে কাউন্সেলিং চলে প্রার্থীদের। সূত্রের খবর, এদিন কাউন্সেলিংয়ে উপস্থিত ছিলেন প্রায় পঞ্চান্ন জন চাকরিপ্রার্থী।

ALSO READ :   অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-সি শ্রেণীর চাকরি, মোটা টাকা মাসিক বেতন

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনেই তড়িঘড়ি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। ২০ মার্চের মধ্যেই ইন্টিমিশন কল লেটার ডাউনলোড করতে পেরেছিলেন প্রার্থীরা। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে কাউন্সেলিং শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। জানা যাচ্ছে, আরো কিছু দফায় কাউন্সেলিং প্রক্রিয়া সেরে প্রার্থীদের নিয়োগ দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

ANM & GNM Book 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top